ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘আট বছরের শিশুর গায়ে হাত দিল, কাপুরুষগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:১৯ পিএম, মার্চ ৮, ২০২৫
‘আট বছরের শিশুর গায়ে হাত দিল, কাপুরুষগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে’

ঢাকা: ‘যে শিশুটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কী করে! এই দেশটা কী কাপুরুষের দেশ হয়ে গেল? যারা আট বছরের মেয়ের গায়ে হাত দিল! এই কাপুরুষগুলো পুরুষ হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ’ 

রোববার (৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরার ধর্ষণের শিকার মেয়েটিকে দেখতে এসে এ মন্তব্য করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ।

শারমিন এস মুরশীদ বলেন, ‘দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এই বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। অভিযুক্তরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। ’

তিনি বলেন, এসব ধর্ষককে দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আর আপনার কি মনে হয়? আর আপনাদের কি মনে হয়! এই পচে যাওয়া সমাজকে বদলে দেব! আমি তো ছয় মাস হয় (দায়িত্বে) এসেছি। বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে, ডাক্তাররা জানেন না তাকে বাঁচাতে পারবে কি পারবে না। ডাক্তাররা কাজ করছে, তরুণ ছেলে-মেয়েরা প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এই বাচ্চাটা যেন সর্বোচ্চ বিচার পায়।  

তিনি বলেন, প্রথম কথা সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। এসব ঘটনায় আপনাদের সাংবাদিকদেরও দায় আছে। দয়া করে আপনারা দোষীদের কোনোভাবেই জায়েজ করবেন না। বারবার এই ঘটনাগুলো ঘটছে। এগুলো হতে দেওয়া যাবে না। এখানে প্রমাণ আছে, আসামি আছে। কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এটা অবশ্য নজরে রাখতে হবে।  

উপদেষ্টা বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আমাদের এই দেশের নারীদের কোনো পরিবর্তন হয় না। শিশুদের জন্য আমরা সুন্দর পরিবেশ দিতে পারি না। আমরা তিনটি মন্ত্রণালয় ও কমিউনিটিসহ ঢাকা থেকে শুরু করে ১৩০টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পে হোম মিনিস্ট্রি, সমাজকল্যাণমন্ত্রী, অভিভাবক এবং জুলাই আন্দোলনের তরুণরা থাকবে। আমরা এই ক্যাম্পকে ধরে নজরদারির ভেতরে আনব। তখন আপনাদের সাহায্য লাগবে আমাদের। আমাদের সর্বশক্তি দিয়ে এই অসুস্থ সমাজকে সুস্থ করে তুলতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৬ মার্চ ) দুপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। তার ওপর পাশবিক নিপীড়ন চালায় বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীবের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও তাদের বাবা হিটু শেখ (৪৭)। সজীবের মা জাহেদা বেগম (৪০)-সহ চারজনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

এদিকে শিশুটি রাজধানীর সিএমএইচ হাসপাতালে জ্ঞানহারা অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন>>>মাগুরার সেই শিশুকে নেওয়া হলো সিএমএইচে

                         মাগুরার সেই শিশুর পাশে তারেক রহমান

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এজেডএস/এসএএইচ

বাংলাদেশ সময়: ৮:১৯ পিএম, মার্চ ৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।