ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

ডেমরায় সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
ডেমরায় সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত (১৭) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তানজিদ হাসান শান্ত নামে তার বন্ধু।

শনিবার (৮ মার্চ) আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। শান্ত হাসপাতালে চিকিৎসাধীন। আহত শান্ত বলেন, তারা দুজনে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় থাকেন।

জানা যায়, ঘটনার সময় বাইকটি চালাচ্ছিল আরাফাত। ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে পৌঁছালে একটি বাস তাদের সাইট দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ওপর পড়ে যায়। এতে হেলমেট না থাকার কারণে আরাফাতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় সঙ্গে শান্ত কিছুটা আঘাত পায়। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরাফাতের মৃত্যু হয়।

হাসপাতালে আরাফাতের পরিচিত লোকজন জানান, আরাফাত একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আদমজী কলেজে সে পড়াশোনা করতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।