ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুতে গাড়ির গতি ৮০ কিমি করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, মার্চ ৯, ২০২৫
পদ্মা সেতুতে গাড়ির গতি ৮০ কিমি করার নির্দেশ

ঢাকা: পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে সেতু বিভাগকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে 'আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায়' তিনি এ নির্দেশ দেন।

ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত পারাপার হতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে।

উপদেষ্টা বলেন, ঈদের সময় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে আহতদের যেন দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নেওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনা করা হবে।

প্রসঙ্গত, পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার। বর্তমানে ঈদের সময় যানবাহনগুলো যেন এ সেতু দ্রুত পারাপার হতে পারে সেজন্য আরও গতি প্রয়োজন আছে উল্লেখ করে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নতুন গতিসীমা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।