ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ইফতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ইফতার তৃতীয় লিঙ্গের মানুষের সাথে ইফতার করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।

ঢাকা: ‍তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে নিয়ে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

মঙ্গলবার (১১ মার্চ) আয়োজিত এ ইফতারে অংশ নেন সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব তানজিনা তাম্মিম হাপসা, মো. সজীব আহমেদ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিশু আলী সুহাশ।

জুলাই আন্দোলন থেকে শুরু করে বন্যার মতো দেশের ক্রান্তিলগ্নে তৃতীয় লিঙ্গের মানুষের অবদান চোখে পড়ার মতো।

ইফতারে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের হাবিবা জানিয়েছেন, তাদের খুব ভালো লেগেছে যে ছাত্ররা তাদের অবদান মনে রেখেছেন, আর তাদের সঙ্গে ইফতার করেছেন।  

তাদের ভিনগ্রহের প্রাণী মনে না করে নিজেদেরই অংশ ভাবতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

কলি নামে আরেকজন জানান, ইফতারের আয়োজনটি তাদের একটি মিলনমেলায় পরিণত হয়েছে, এজন্য তারা অত্যন্ত খুশি হয়েছেন। ছাত্ররা তাদের কথা ভেবে সবাইকে একসঙ্গে বসার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতেও ছাত্রদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব তানজিনা তাম্মিম হাপসা জানিয়েছেন, আজকের ইফতার আয়োজন বৈষম্যহীন বাংলাদেশের বার্তা দিচ্ছে। তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের সমাজেরই একটা অংশ এবং জুলাইয়ের যোদ্ধা। তাদের সঙ্গে নিয়েই ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের।

সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিশু আলী সুহাশ বলেন, আমরা দেখেছি ছাত্রদের কাতারে এসে কীভাবে জুলাইয়ে এবং জুলাই পরবর্তী বন্যার ত্রাণের কাজে তৃতীয় লিঙ্গের মানুষরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের যে ছাত্ররা নিজেদের লোক মনে করেন, এটা বোঝাতে  এবং একসঙ্গে ইফতারের মাধ্যমে রমজানের খুশি ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।  

ছাত্ররা সংখ্যালঘুদের পাশে আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ১১,২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।