কুষ্টিয়া: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অল্প বয়সী শিশুটি মায়ের জন্য বাবা হারাইলো’ লিখে আত্মহত্যা করেছেন আকাশ ইসলাম (২২) নামে এক যুবক। স্ত্রীর সঙ্গে অভিমান করে আকাশ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানান স্বজনরা।
বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আকাশ ইসলাম ইউনিয়নের আমজাদ মোড় এলাকার মৃত ভোলা প্রামাণিকের ছেলে।
আকাশের চাচাতো ভাই স্বপন বলেন, কিছুদিন যাবত পারিবারিক সমস্যা চলছিল আকাশের। এর জেরে আকাশ আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে গোপিনাথপুর এলাকায় বালুর চরে গাছের সঙ্গে আকাশের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, হরিপুর পদ্মাচর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পরে নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ১২ মার্চ ২০২৫
এসএইচ