ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ১৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ১৬ জেলে আটক

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয়টি বেহুন্দি জাল, ছয়টি ইঞ্জিন চালিত নৌকা, আট লাখ ১৫ হাজার ৭০০ মিটার কারেন্টজাল এবং ১৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএমএস ইকবাল।

নৌ পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ থানা এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় যাত্রাবাহী লঞ্চ এমভি জামাল-৮ থেকে ১২টি চায়না চাই জাল জব্দ করা হয়।

এছাড়া ইলিশের অভয়াশ্রমের আওতাধীন চাঁদপুর মোহনা, লগিমারা-চর রাজরাজেশ্বর, আমিরাবাদ লাল বয়া ও বহরিয়া এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৬ জনকে আটক করা হয়।

আটক ১৬ জেলের মধ্যে ১২ জনের নামে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে ছয়টি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা (এমন আর করবে না-সেই অঙ্গীকারনামা) রেখে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকাগুলো স্থানীয় দরিদ্র লোকজন ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এছাড়া বেহুন্দি জাল, নৌকা ও চায়না চাই জাল থানা হেফাজতে রাখা হয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএমএস ইকবাল বলেন, বিশেষ অভিযানের ফলে ইলিশ রক্ষা কার্যক্রম আরও জোরদার হবে। চাঁদপুর নৌ থানা পুলিশ জনগণের সহযোগিতায় মৎস্য সম্পদ সংরক্ষণে সব সময় তৎপর থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ