ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন কারাভোগ শেষে ২ নারী পেলের সেলাই মেশিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
যাবজ্জীবন কারাভোগ শেষে ২ নারী পেলের সেলাই মেশিন দুই নারীকে সেলাই মেশিন উপহার

নীলফামারীতে যাবজ্জীবন কারাভোগ শেষ পুনর্বাসনের নিমিত্ত দুজন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা কারাগারের আয়োজন জেলা সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে এসব বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।  

এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মো. জোবায়ের বিন জহির, জেল সুপার মো. রফিকুল ইসলাম, কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিনসহ আরও অনেকে।

উল্লেখ্য, সৈয়দপুর চেংমারী কাশিরাম বেলপুকুর এলাকার মো. গোলজার ইসলামের মেয়ে মোছা. সজিদা বেগম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও তারাগঞ্জ ২ নম্বর কুরশিয়া এলাকার আশরাফ আলী মেয়ে মোছা. আলেজা খাতুন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। কারাভোগ শেষ দুজনের মধ্যে পুনর্বাসনের জন্য সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।