চাঁদপুরের কচুয়া উপজেলায় দীঘির পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে পৌরসভার কড়ইয়া গ্রামের পাটিকরপাড়ার দীঘির পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।
মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের উষাগাজী বাড়ির আলমের ছেলে মেহেদী হাসান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর মোল্লা বলেন, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল মেহেদী ও জাবেদ। এক পর্যায়ে শিশু দুটি পাটিকরপাড়ার দীঘিতে পড়ে যায়। দীর্ঘসময় ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে দীঘিতে ভাসমান অবস্থায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের লোকজন শিশুদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসআরএস