দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মফিজুল ইসলাম (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুলের মৃত্যু হয়।
নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে এদিন বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মফিজুল ওই গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- বানিয়াপাড়া গ্রামের মৃত লতিফুর রহমানের ছেলে হাসিনুর রহমান (৩৫), আনিছুর রহমান (৫২) তার ছেলে সেলিম মিয়া (২১), সিয়াম (২০) ও হাসিনুর রহমানের স্ত্রী ফারজানা বেগম ওরফে ফাহিমা খাতুন (৩৫)। গ্রেপ্তারদের কারাগারে পাঠিয়ে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াপাড়া গ্রামে শফিকুল ও হাসিনুর পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মফিজুল, তাওয়াই শফিকুল এবং বড় বোন সাফিনা বেগমকে মারধর করে প্রতিপক্ষ। এরই ধারাবাহিকতায় ১০ মার্চ সন্ধ্যায় এজাহারনামীয় আসামিরা পুনরায় ওই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মারধর করলে মফিজুলসহ আটজন আহত হন। গুরুতর আহত মফিজুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুলের মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে নিহতের ভাই জাহাঙ্গীর বাদী একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এসআরএস