ঢাকা, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

জাতীয়

সাহসী সাংবাদিকতার প্রত্যয়ে ১৬ বছরে বাংলাদেশ প্রতিদিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
সাহসী সাংবাদিকতার প্রত্যয়ে ১৬ বছরে বাংলাদেশ প্রতিদিন

ঢাকা: সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ১৫ বছর পেরিয়ে শনিবার (১৫ মার্চ) ১৬ বছরে পদার্পণ করছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

এ উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দৈনিকটির অন্যতম পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম।

এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহমুদ হাসান, উপ-সম্পাদক কামাল মাহমুদ, উপ-সম্পাদক শিমুল মাহমুদ, উপ-সম্পাদক (মাল্টিমিডিয়া) রাজু আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক (মাল্টিমিডিয়া) রুহুল আমিন রাসেল, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, সিটি এডিটর মির্জা মেহেদী তমাল, প্রধান প্রতিবেদক জুলকার নাইন রনো, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের একান্ত সচিব মাসুদুর রহমান মান্না, পত্রিকার চিফ ফটোগ্রাফার আবু তাহের খোকন, হেড অব সার্কুলেশন মো. বিল্লাল হোসেন মন্টু, হেড অব মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ, অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল, ফিচার এডিটর রনক ইকরাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আফরোজা বেগম বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকসহ কর্মীদের খোঁজ-খবর নেন এবং পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভকামনা জানান। এ সময় তিনি বলেন, সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশ প্রতিদিনকে এগিয়ে নিয়ে যাবেন। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আপনারাও একই লক্ষ্যে কাজ করবেন। সাহসিকতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বাংলাদেশ প্রতিদিনের উদ্যোগে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে। টানা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ১৬ বছরে পদার্পণের মাহেদ্রক্ষণে সব পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন পরিবার।

যাত্রার শুরু থেকেই পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। সাদাকে সাদা, কালোকে কালো বলার মাধ্যমে গ্রহণযোগ্যতায় বরাবরই শীর্ষে রয়েছে পত্রিকাটি। প্রিন্টের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সন সারা দুনিয়াতে বাংলা ভাষাভাষী পাঠকের কাছে জনপ্রিয়তার শীর্ষে। বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সন রয়েছে। বর্তমানে ভিডিও কনটেন্ট নিয়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
ইএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।