ঢাকা, রবিবার, ১ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

জাতীয়

নিত্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে কিনা দেখে মানুষ ভোট দিতে যাবে: নাসের রহমান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
নিত্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে কিনা দেখে মানুষ ভোট দিতে যাবে: নাসের রহমান

মৌলভীবাজার: প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, ‘দেশে আগামীতে যখন নির্বাচনে যাবে তখন জনগণ তো দেখবে না যে, তুমি পার্লামেন্টে কোনো বিল পাশ করেছ, না করনি। এ সমস্ত রিফর্ম না দেখে তুমি আমার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কতটুকু করছে কি না, স্কুল করেছ কি না, হেলথের উন্নয়নে কাজ করেছ কী না, নিত্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে আছে কি না এসব বিচার বিশ্লেষণ করে মানুষ ভোট দিতে যাবে।

শনিবার (১৪ মার্চ) ‘এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, বাংলাদেশ’- এর আয়োজনে দুসাই রিসোর্টে ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, ‘সম্প্রতি একটা জরিপ উঠে এসেছে, দেশের মানুষের কী প্রত্যাশা। এই জরিপের মধ্যে মানুষের নাম্বার ওয়ান অ্যাফেক্ট হিসেবে চিহ্নিত করেছে, দ্রব্যমূল্যের বৃদ্ধি ৭১ শতাংশ, আইন-শৃঙ্খলার অবনতি ৪২ শতাংশ। এভাবে করতে করতে ইলেক্টোরাল রিফর্ম হচ্ছে ৮ নাম্বারে। মানে জনগণের কথা হচ্ছে, এসমস্ত রিফর্মের দরকার নেই। তোমার রিফর্ম কী করবে, তোমরা দেখ। জরিপে প্রায়োরিটি ১০টার মধ্যে ৮ নম্বরে হলো যেটি নিয়ে দেশের মধ্যে এত মারামারি, কাটাকাটি, চিল্লাচিল্লি করা হচ্ছে, আর এটাই জরিপের ৮ নম্বর সাবজেক্টে রিফর্ম। ‘

তিনি বলেন, বাংলাদেশের ৩০০ এমপির মধ্যে ২৮০ জনেরই একটা বিল নিয়ে আলোচনা করার সক্ষমতা নেই। এটা শুধু বাংলাদেশ না ইন্ডিয়া, পাকিস্তানেও সেইম অবস্থা। এই লেজিসলেটিভ নিয়ে বোঝারই সক্ষমতা অধিকাংশেরই নেই। কেউ স্টাডিও করেন না। আমি দেখেছি, আমার পাঁচ বছরের অভিজ্ঞতায়। একটা বিল নিয়ে আলোচনা কীভাবে করতে হবে, এটা আলোচনা করারও সক্ষমতা নেই।

এম সাইফুর রহমানের চাচাতো ভাই মো. ফয়সল আহমেদ রহমান, মামাতো ভাই মো.বদরুল আলম, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. ড. মো. আব্দুল মতিন চৌধুরী, মৌলভীবাজার জেলা বারের আহ্বায়ক অ্যাড.মুজিবুর রহমান মুজিব, অ্যাড. শান্তিপদ ঘোষ, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার জজকোর্টের জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, নারী শিশুর পিপি অ্যাডভোকেট বকসী জুবের আহমদ বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
বিবিবি/এসএএইচ                        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।