মৌলভীবাজার: দৈনিক রূপালী বাংলাদেশ মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো. শাহজাহান মিয়ার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদের ওজুখানার ভেতরে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হয়ে পাশের অজুখানায় যান। অজুখানার সবদিক লোহার গ্রিল দিয়ে আটকানো। শুধু প্রবেশের জন্য পূর্বদিকে গেট রয়েছে। আগে থেকে ওৎ পেতে থাকা ৮-১০ জন কিশোর ও যুবক তার পেছনে পেছনে ওজুখানায় প্রবেশ করে। এসময় মোবাইলফোনে থাকা ছবি দেখে তারা শাহজাহানের ওপর হামলা চালায়। শাহজাহানের চিৎকারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে পাশে থাকা হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলাকারীদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল। তাই তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
কী কারণে এ হামলা করা হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৯ মার্চ) মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উনি আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
বিবিবি/এসএএইচ