ফরিদপুরের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ও জেলা ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মুত্তাকিন শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইম ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল মুস্তাকিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে এর আগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক শাহিন জোয়ারদারের ওপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে৷ এ ঘটনায় তখন জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএ