ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

ইন্ডিয়া টুডের খবরের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
ইন্ডিয়া টুডের খবরের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী

ঢাকা: ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে সম্প্রতি- প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক- শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীতে কোনো জরুরি বৈঠকের আয়োজন করা হয়নি। যেটি অনুষ্ঠিত হয়েছে, সেটি একটি নিয়মিত বৈঠক ছিল। কিন্তু নিয়মিত বৈঠককে জরুরি হিসেবে বর্ণনা করে বিশ্বাসযোগ্য কোনো সূত্র বা প্রমাণ ছাড়াই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ফলে খবরটিকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এর প্রতিবাদ জানিয়ে ভারতীয় গণমাধ্যমটিকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছে আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার অঙ্গীকারে অবিচল। গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখার কাজে বাহিনীটি প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।