ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফেনীতে জুলাই যোদ্ধাদের দেওয়া হলো অনুদানের চেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, মার্চ ২৭, ২০২৫
ফেনীতে জুলাই যোদ্ধাদের দেওয়া হলো অনুদানের চেক ফেনীতে জুলাই যোদ্ধাদের দেওয়া হচ্ছে অনুদানের চেক।

ফেনী: ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনুকূলে আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ এবং শহীদ পরিবারকে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ‘এ’ ক্যাটাগরির তিনজন, ‘বি’ ক্যাটাগরির ৩০ জনের মাঝে অনুদানের চেক এবং শহীদ নয়টি পরিবারের মাঝে সঞ্চয়পত্র দেওয়া হয়।

এর মধ্যে শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, ‘এ’ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাদের দুই লাখ টাকার চেক ও ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।  

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, ফেনী পৌর সভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।