ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পাতারহাট ঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
পাতারহাট ঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ড বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড।

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, রাত আড়াইটা থেকে তিনটার দিকে পাতারহাট লঞ্চঘাটে নোঙর করে রাখা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ইঞ্জিন ছাড়া আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির আলম জানান, পাতারহাট লঞ্চঘাটে বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী এমভি সায়মুন-১ লঞ্চটি নোঙর করা ছিল। রাত ৩টার দিকে হঠাৎ লঞ্চটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে লঞ্চটি আগুনে পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।