ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়কেই ঈদ করবে হাইওয়ে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়কেই ঈদ করবে হাইওয়ে পুলিশ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও সাধারণ মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে রমজানের শুরু থেকেই কাজ করছে হাইওয়ে পুলিশ। তাদের এই প্রচেষ্টা অনেকটাই সফল।

বাধাহীনভাবে স্বস্তিতেই এ বছর ঈদের যাত্রা করতে পেরেছেন ঘরমুখো মানুষ।

এদিকে সাধারণ মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে রমজানের শুরু থেকেই রোজা অবস্থায় মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের সদস্যরা। জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিতে এবারও মহাসড়কেই ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

রমজানের শুরু থেকেই মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশের সদস্যরা। মহাসড়ক দখলমুক্ত রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছেন তারা। ঈদের দিন এবং ঈদের পরবর্তী সময়েও হাইওয়ে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

পুলিশের তৎপরতার ফলে এবছর ঈদ যাত্র ছিল স্বস্তির। সড়কে ছিল না যানজটের ভোগান্তি। এর ফলে স্বস্তিতেই যাতায়াত করতে পেরেছেন ঘরমুখো মানুষ।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সক্রিয় আছে। জনগণ যেন স্বস্তিতে ঈদযাত্রা করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।