ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঈদের ছুটিতে ফাঁকা বন্দরনগরী, নেই চিরচেনা যানজট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
ঈদের ছুটিতে ফাঁকা বন্দরনগরী, নেই চিরচেনা যানজট

চট্টগ্রাম: টানা ৯ দিনের ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নগর ছাড়ছে মানুষ। তাই নগরের চিরচেনা যানজট আর নেই।

অলিগলিতেও এখন নেমেছে নীরবতা।

রোববার (৩০ মার্চ) সকাল থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।

নগরে গণপরিবহন কমে যাওয়ায় যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। নগরের শাহ আমানত ব্রিজ এলাকা, অক্সিজেন, দামপাড়ার গরীবুল্লাহ শাহ মাজার মোড়, অলংকার এবং একে খান মোড়ে থেকে বাসে যাত্রীরা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্য যাত্রা করছেন। অনেকে পরিবারের সঙ্গে ঈদ পালন করতে বাড়তি ভাড়া দিয়েই পাড়ি দিচ্ছেন গন্তব্যে।

শাহ আমানত সেতু এলাকায় যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতু থেকে ছেড়ে যাওয়া বাস ও সিএনজি অটোরিকশাগুলো আদায় করছে বাড়তি ভাড়া। গন্তব্যে সময়মতো যেতে যাত্রীরাও অসহায়।

এদিকে, ফাঁকা মহানগরের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

নগরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ প্রতিরোধেও বিশেষ টহল ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। অজ্ঞান পার্টি এবং মলম পার্টি ছাড়াও বিভিন্ন অপরাধী চক্রকে প্রতিহত করতে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। সে সঙ্গে নগরবাসীকে আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে দ্রুত জরুরি সেবা ৯৯৯ অথবা সিএমপি স্পেশাল কন্ট্রোল হটলাইন-(১) ০১৩২০-০৫৭৯৯৮, ০১৩২০-০৫৪৩৮৪ এ অবহিত করতে বলা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম জানান, ঈদের ছুটিতে নগরে পুলিশের তিনস্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। এবার যৌথবাহিনী মাঠে রয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি নগরবাসীকেও সচেতন থাকতে হবে।

এছাড়া ঈদ পরবর্তী বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানা এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর রিজার্ভ ফোর্সও প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
পিডি/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।