ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়া জিলা স্কুলের ২০০০ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
বগুড়া জিলা স্কুলের ২০০০ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন বগুড়া জিলা স্কুলের ২০০০ ব্যাচের রজতজয়ন্তীতে র‌্যালি

বর্ণাঢ্য র‌্যালিসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী উৎসব ২০২৫ উদযাপন করেছে বগুড়া জিলা স্কুলের ব্যাচ ২০০০ এর শিক্ষার্থীদের সংগঠন "শিকড় ২০০০"।

এ উপলক্ষে মঙ্গলবার (১ এপ্রিল) স্কুলটির এসএসসি-২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

দেশ ও বিদেশে অবস্থান করা বগুড়া জিলা স্কুলের এসএসসি-২০০০ ব্যাচের সব সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণে মঙ্গলবার দিনব্যাপী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রজতজয়ন্তী উৎসব।  

উৎসবে ঘোড়ার গাড়ি, বানর খেলা, সাপ খেলা, মোরগ লড়াইসহ বগুড়ার নানা ধরনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। দিন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও দৃষ্টিনন্দন আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় রজতজয়ন্তী উৎসব।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।