বর্ণাঢ্য র্যালিসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী উৎসব ২০২৫ উদযাপন করেছে বগুড়া জিলা স্কুলের ব্যাচ ২০০০ এর শিক্ষার্থীদের সংগঠন "শিকড় ২০০০"।
এ উপলক্ষে মঙ্গলবার (১ এপ্রিল) স্কুলটির এসএসসি-২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উৎসবে ঘোড়ার গাড়ি, বানর খেলা, সাপ খেলা, মোরগ লড়াইসহ বগুড়ার নানা ধরনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। দিন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও দৃষ্টিনন্দন আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় রজতজয়ন্তী উৎসব।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ