সাতক্ষীরায় ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আনারুল (৫৭) নামে এক চা বিক্রেতা কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়ায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- বালুইগাছা পালপাড়ার লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির সামনেই আনারুলের আট কাঠা জমি রয়েছে। তার জমিতে টাকার বিনিময়ে লক্ষণ পালদের স্যালো মেশিন থেকে পানি দেওয়া হয়। বর্তমানে চলমান খরা পরিস্থিতিতে জমিতে পানি দেওয়া প্রয়োজন, এ নিয়ে তিনি লক্ষণ পাল ও তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। এসময় লক্ষণ পান, তার স্ত্রী নমিতা পাল ও ছেলে জয় পাল কাঁচি দিয়ে আনারুলের বাম চোখের কোনায় আঘাত করে এবং এলোপাতাড়ি কিল ঘুষি মারে। এতে আনারুল ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুপুরে ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ