পাবনা: পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর অনন্ত বাজার এলাকার হরিজন কলোনির সামনে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আরাফাত হোসেন (১৮) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনার পরে কলোনির সামনে ও প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের ওমর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় শহিদুল মেম্বারের সঙ্গে আরাফাতদের ঝামেলা চলছিল। একাধিকবার ছোটোখাটো মারামারির ঘটনাও ঘটেছে। বুধবার মধ্যরাতে কলোনি এলাকায় আরাফাতকে একা পেয়ে কুপিয়ে জখম করে শহীদুলের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই শহীদ মেম্বারের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় আরাফাতের লোকজন।
বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার মূল কারণ পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএ