ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

শরীয়তপুর: শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।  

শনিবার (৫ এপ্রিল) বিকালে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালারবাজারে আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।