ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

টানা ৯ দিন বন্ধের পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
টানা ৯ দিন বন্ধের পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান কর্তৃপক্ষ।

বিষয়টি সকালে নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। টানা ৯ দিন ছুটি শেষে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারো দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে। ভারত থেকে চাল, ডাল, মসলা জাতীয় পণ্যসহ নানা পণ্য আমদানি হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।