সিরাজগঞ্জ: টানা নয়দিনের ঈদের ছুটি শেষ হয়েছে শনিবার (৫ এপ্রিল)। এখনও উত্তরাঞ্চলের মানুষ কর্মস্থলে ফিরছেন।
রোববার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গিয়ে শত শত নারী পুরুষ যাত্রীদের ভিড় দেখা যায়। দূরপাল্লার বাস ছাড়াও লোকাল বাস, ট্রাক, পিকআপভ্যান ও মাইক্রোবাস যোগে ঢাকায় ফিরে যাচ্ছে মানুষ। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষগুলোক কম খরচে খোলা ট্রাকে চেপে গন্তব্যে চলে যাচ্ছে।
এদিকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে বাস শ্রমিকদের বিরুদ্ধে। কড্ডার মোড় থেকে ঢাকা ৩৫০ টাকা জায়গায় ৫০০-৬০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। চন্দ্রা ভাড়া ২০০ টাকার স্থলে ৩০০ টাকা নেওয়া হচ্ছে।
স্বল্প আয়ের শ্রমজীবী মানুষগুলো অতিরিক্ত ভাড়া দিতে না পেরে বাধ্য হয়ে খোলা ট্রাকে চেপে যাচ্ছে। কথা হয় পোশাক শ্রমিক সাবিনা ও আলম হোসেনের সঙ্গে। তারা বলেন, আজকেই ছুটি শেষ, যেকোনো ভাবে যেতেই হবে। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাচ্ছি।
ফরিদুল নামে আরেক শ্রমিক বলেন, ঈদে টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন অতিরিক্ত বাস ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। তাই পরিবারসহ ট্রাকে চরে যেতে হচ্ছে।
ট্রাকচালক কাদের বলেন, আমরা চান্দুরা পর্যন্ত ২০০ টাকা করে ভাড়া নিচ্ছি।
বাসচালক ও সুপার ভাইজারদের সঙ্গে কথা বললে নাম প্রকাশে অপারগতা প্রকাশ করে তারা অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসআরএস