ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে মিলল দুটি বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
সুন্দরবনে মিলল দুটি বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম 

সুন্দরবন পূর্ব বন বিভাগের পুরাতন ঝাপসি ফরেস্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, দুটি খেলনা বন্দুক ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকায় তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে করিম শরিফ বাহিনী অবস্থান করছে। অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করতে পারলেও, দস্যুদের আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। সুন্দরবনের জেলে ও বাওয়ালিদের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বন্দুকসহ বেশ কিছু অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে অস্ত্রগুলো থানায় সোপর্দ করা হবে। সুন্দরবনের বাওয়ালি জেলে ও সুন্দরবনের বন সম্পদ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।