মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় স্কুলভ্যান উল্টে ১০ স্কুলছাত্র আহত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার সময় গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আহত শিশুরা স্কুলে আসার পথে দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো মাইলমারী গ্রামের সাইফ আলী, লাবিবা খাতুন, পরশ, রাব্বী হক, ফাহিম হেসেন, ফাইজা খাতুন, রিতু ও স্কুলভ্যানোর চালক উজ্জ্বল হোসেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
আরএ