কক্সবাজারের রামুতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়ার খালে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- ওই এলাকার রমজান আলীর ছেলে মো. ইয়াসিন (৯), অপরজন পার্শ্ববর্তী আবুল কাশেমের ছেলে মো. আবদুল্লাহ (৮)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স ঘটনাটি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পরে মরদেহ ভেসে ওঠে ওই দুই শিশুর। নিহত দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসআরএস