ফরিদপুর শহরের বাইপাস সড়কের ব্রাক্ষনকান্দা এলাকায় কাজে ব্যবহৃত পাথর, পিচ ও গ্রিন ওয়েল মিক্সচার মেশিনের প্লান্ট বিস্ফোরণ হয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মিক্সারের কাজ চলমান অবস্থায় হঠাৎ করেই প্লান্টে বিস্ফোরণ ঘটে।
দগ্ধ দুজন হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামের বাসিন্দা আলামিন (৩৫) ও একই উপজেলার বকুলনগর গ্রামে মোকসেদ (৪০)।
বিস্ফোরণে তীব্র ধোয়ার কুণ্ডলী সৃষ্টি হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে যায়। বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে প্লান্টের সব মালামাল। আশপাশে থাকা দোকান ব্যবসায়ীরা ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দগ্ধ দুই শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাক্ষনকান্দা এলাকায় একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সেখানে সড়কের কাজে ব্যবহৃত মিক্সচার প্লান্ট স্থাপন করছিল। সেখানে পাথর, পিচ ও গ্রিন ওয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ হচ্ছিল। শুক্রবার বিকেল ৩টার দিকে মিক্সারের কাজের সময় প্লান্টে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানে কর্মরত শ্রমিক আলামিন ও মোকসেদ দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ওই প্লান্টের রোলিং বা মিক্সচার মেশিনের একটি মোটর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্রিন ওয়েল থাকায় আগুনে ধোয়ার তীব্রতা বেড়ে যায়। গ্রিন ওয়েলে দাহ্য বা তীব্রতা বেশি হয়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেখানকার মালামালও পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসআরএস