ঢাকা: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে আসা মুসল্লিরা সড়কে জোহরের নামাজ আদায় করেছেন।
শনিবার (১২ মার্চ) দুপুরে কাকরাইল মোড়ে সড়কের ওপর জোহরের নামাজ আদায় করতে দেখা যায় তাদের।
দুপুর দেড়টার সময় মুসল্লিরা সড়কের ওপর কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এ সময় তাদের অনেকের কাছেই ফিলিস্তিনের পতাকা দেখা যায়। তবে সড়কের ওপর নামাজা আদায় করলেও যান চলাচলে তেমন বাধা সৃষ্টি হয়নি। সড়কের একপাশ দিয়ে যান চলাচল করেছে। এ ছাড়া নামাজে দাঁড়ানো মসুল্লিদির পাশ দিয়ে অনেককে মিছিল নিয়েও যেতে দেখা যায়।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে গাজীপুরের মাওনা থেকে ঢাকা এসেছেন মো. মিজানুর রহমান। নামাজ আদায় শেষে তিনি বলেন, আজকে ঢাকায় অনেক মানুষের সমাগম হয়েছে। মসজিদগুলোতে নামাজ পড়ার জায়গা নেই। তাই আমরা রাস্তার ওপরেই আল্লাহর এবাদত করলাম।
কর্মসূচির বিষয়ে তিনি বলেন, যখন খবরে দেখি ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, তখন আমার মন কাঁদে। আমি যখন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর পেলাম, তখনই এখানে ছুটে এলাম। আমাদের এই কর্মসূচির মাধ্যমে হলেও এই গণহত্যা বন্ধ হওয়া দরকার।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর উত্তরা থেকে পিকআপভ্যানে করে কাকরাইল এসেছেন মাদ্রাসা শিক্ষক শামসুল আলম। তিনি বলেন, মসজিদগুলোতে নামাজ পড়ার জায়গা নেই। এত মানুষ আজ ঢাকায় এসেছে। তাই রাস্তার ওপরই নামাজ আদায় করলাম। আল্লাহ সারা পৃথিবী তার এবাদতের জন্য বানিয়েছেন। সব জায়গাই মসজিদ! তাই যেখানে ইচ্ছা নামাজ আদায় করা যায়।
ফিলিস্তিনে গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে মানুষের মতো আচরণ করতে হয়। কিন্তু ইসরায়েল সেটা করছে না। তারা ফিলিস্তিনে নারী-শিশুদের হত্যা করছে। যুদ্ধেরও নীতি রয়েছে। তারা সেই নীতি মানছে না। আমরা এর প্রতিবাদ জানাতে আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করছি।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসসি/এমজেএফ