ঢাকা: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর কাকরাইল মোড় হয়ে তাদের সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়।
মিছিলে অংশ নেয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, মিছিলে ব্রাক বিশ্ববিদ্যালয়, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা এই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে। সকাল থেকে তারা আফতাবনগরের ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয়। পরে দুপুর ১টায় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনের ছোট ছোট পতাকার পাশাপাশি বড় পতাকাও দেখা যায়। তাদের ফিলিস্তিন, ফিলিস্তিন বলে স্লোগান দিতেও শোনা যায়। এ সময় কাকরাইল মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এর শিক্ষার্থী তানিন হাসান বলেন, আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হই। সেখান থেকে দুপুর একটার দিকে আমরা রওনা দেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে।
ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম আদি বলেন, আজকের ‘মার্চ ফর গাজা’ অনেক বড় একটি কর্মসূচি। অনেকে বলছে এটার কোনো প্রভাব পড়বে না। কিন্তু আসলে এটার প্রভাব পড়বে। যখন আন্তর্জাতিক মিডিয়ায় এটা প্রচার হবে তখন এটার প্রভাব পড়বে। আমরা আশা করি তখন ইসরায়েল তাদের গণহত্যা বন্ধ করবে।
তিনি আরও বলেন, আমরা যখন টিভিতে ফিলিস্তিনের উপর হত্যাযজ্ঞ চালাতে দেখি, তাদের মৃতদেহ দেখি তখন আমাদের বুক কেঁপে ওঠে। আমরা এভাবে গাজাবাসীকে হারাতে দিবো না। আল-কোরআনেও লেখা আছে কেয়ামত পর্যন্ত ফিলিস্তিন থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসসি/এমএম