ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে মোবাইলফোন হারালেন মাহমুদুর রহমান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে মোবাইলফোন হারালেন মাহমুদুর রহমান  দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ফাইল ছবি

ঢাকা: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইলফোন হারিয়ে গেছে।  

শনিবার (১২ এপ্রিল) দৈনিক আমার দেশ পত্রিকার ফেসবুক পেজে এ খবর জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, ‘কারওয়ান বাজার থেকে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ পেয়ে থাকলে আমার দেশ পত্রিকার কারওয়ান বাজার অফিসের ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হলো।  

‘আমার দেশ অফিসের যোগাযোগের নম্বর: 09666747400। ঠিকানা: ৮ম তলা, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা। ’

আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি বাংলানিউজকে বলেন, সম্পাদক মহোদয়ের মোবাইল হারিয়ে গেছে ঘটনাটি সঠিক।  

আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।

ঘোষণাপত্র পাঠের আগে ফিলিস্তিনের মুক্তি চেয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান তোলেন মাওলানা মামুনুল হক, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ একাধিকজন। এ সময় সোহরাওয়ার্দী উদ্যান মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।