ঢাকা: আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেন, ভৌগলিকভাবে আমরা দূরে হতে পারি। কিন্তু আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা, এক একটা ফিলিস্তিন।
শনিবার (১২এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম উম্মাহর অনুসারি, বিভিন্ন দল মত নির্বিশেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকেন। একটু পরপর বিভিন্ন স্লোগানে গাজার পক্ষে অবস্থান ও ইসরায়েলের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন আগতরা।
বিকেল ৩টার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। তেলাওয়াত করেন ইসলামিক স্কলার আহমদ বিন ইউসুফ। এরপর প্যালেস্টাইন ও গাজা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
মঞ্চে উপস্থিত হন বায়তুল মোকাররমের খতিব মওলানা মোহাম্মদ আবদুল মালেক, তিনি গণ জমায়েতের সভাপতিত্ব করেন।
এ সময় ড. মিজানুর রহমান আজহারী বলেন, আজকের মহাসমুদ্র ফিলিস্তিনের জনগণের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের জনসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের একেকজনের মনের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতুল। এ সময় আল্লাহু আকবর ধ্বনিতে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য সবাইকে আহ্বান জানান তিনি। আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই। গাজায় গণহত্যা কেন, জাতিসংঘ জবাব চাই। ফ্রি ফ্রি প্যালেস্টইন, ফ্রি ফ্রি আল আকসা, ওয়ান টু থ্রি ফোর জেনোসাইড নো মোর ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।
আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইসলামিক আলোচক ও স্বনামধন্য আলেম শায়খ আহমাদুল্লাহ এরপর বলেন, বাংলাদেশের সব দল মত চিন্তা দর্শনের মানুষ ফিলিস্তিন এবং গাজার মানুষের পাশে আছেন। এক কাতারে দাঁড়িয়ে আমরা বিশ্বিবাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য থাকতে পারে। কিন্তু মজলুম ফিলিস্তিনের স্বাধীনতা, অধিকার, মজলুম গাজার মানুষের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে বাংলাদেশের মানুষ প্রত্যেকে তাদের প্রতি সংহতি প্রকাশ করছি।
মঞ্চে এরপর এক এক করে ওঠে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহদুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফল মজলিশের আমির মওলানা মো. মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নিরাপদ সড়ক চাই- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক বক্তা ও মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
এরপর ফিলিস্তিনের পক্ষে ফের নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত এ কর্মসূচি থেকে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ১২ এপ্রিল ২০২৫
ইইউডি/জেএইচ