ঢাকা, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে সংলাপে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে সংলাপে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র চীনসহ অন্যান্য দেশের ওপর শুল্ক আরোপ করেছে। তবে শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সংলাপে প্রস্তুত।

রোববার (১৩ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘চীন-বাংলাদেশ সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সেমিনারে চীনা রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করেছে। চীনের ওপরও করেছে। তবে চীন তার বন্ধু দেশগুলোকে পাশে নিয়েই এ বিষয়ে সমাধান প্রত্যাশা করে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর একটি মাইল ফলক। আমাদের সম্পর্ক দুই দেশের মধ্যে। চীন শুধু সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়।  

তিনি আরও বলেন, বাংলাদেশ কখনো তাইওয়ানকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের সেই পজিশন আবার উঠে এসেছে।

চীনা রাষ্ট্রদূত জানান, কারিগরি শিক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। সে জন্য কিছু চীনা কোম্পানি কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশে বিনিয়োগ করবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।