গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মো. সাব্বির (১৬) নামে নিখোঁজ এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাব্বির একই উপজেলার দরখাস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সে স্থানীয় বিশুবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে থেকে নিখোঁজ ছিল সাব্বির।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকলে এলাকাবাসী এর কারণ খুঁজতে থাকেন। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে পরিত্যক্ত একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে মরদেহটি কিশোর সাব্বিরের বলে শনাক্ত করেন।
নিহতের বাবা মোহাম্মদ আলী জানান, গত ১২ এপ্রিল বিকেল ৩টার দিকে উপজেলার তরফকামাল গ্রামের আমজাদ আলীর ছেলে ইউনুস আলী (৩৫), রামনাথপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রবিউল ইসলাম (১৮) ও বিশুবাড়ী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আব্দুল আলিমসহ (১৮) অজ্ঞাতপরিচয় চার/পাঁচজন সাব্বিরকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে সাব্বিরের বন্ধু-সহপাঠী রবিউল ও আব্দুল আলিম।
এ ব্যাপারে তিনি অভিযুক্তদের নামে থানায় লিখিত অভিযোগ করেছিলেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এসআরএস