কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ডাম্প ট্রাক চাপায় ফিরোজ আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলম ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকে ফিরোজ আলম ভেড়ামারা শহর থেকে নিজ বাড়ি বাহাদুরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেড়ামারা-বাহাদুরপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ফিরোজ গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং তখনই ট্রাকের পেছনের চাকা তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এমএম