ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বন্দরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
বন্দরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১ রুবেল মিয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে একথা জানান র‌্যাব-১-এর উপ পরিচালক মেজর অনাবিল ইমাম।

গ্রেপ্তারকৃত আসামি হলেন নরসিংদীর মাধবদী থানার মো. আদম আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩৫)

বৃহস্পতিবার রাতে নরসিংদীর মাধবদী থানার বিবিরকান্দি পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

গত ১৬ জানুয়ারি বন্দরের নবীগঞ্জ এলাকার জোনাল অফিসের পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশনে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় জোনাল অফিসের এজিএম মো. আব্দুল মোমেন সরকার বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অনাবিল ইমাম।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫ 
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।