সিলেট: সিলেটে ঝগড়াকালে ছোট ভাইয়ের ধাক্কা ও কিল-ঘুষিতে মুজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামের মুজিবুর রহমান ও তার ছোট ভাই মুহিবুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এদিন দুপুরে আত্মীয় স্বজন তাদের নিয়ে ঘরোয়াভাবে বৈঠকে বসেন।
এক পর্যায়ে তারা উভয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এসময় মুহিবুর রহমান তার বড় ভাই মুজিবুরকে বুকে ধাক্কা ও কিলঘুষি মারলে তিনি মাটিতে লুটে পড়েন এবং মুখ দিয়ে ফেনা বের হয়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, জমিজমার ঝামেলা নিস্পত্তি করতে স্বজনরা দুই ভাইকে নিয়ে ঘরোয়া বৈঠকে বসেন। এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে ছোট ভাই বড় ভাইকে বুকে ধাক্কা ও কিল-ঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলে মুখে ফেনা এসে জ্ঞান হারান।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এনইউ/এমএম