ঢাকা: পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন বলেছেন, ঢাকা সফররত মার্কিন দুই কূটনীতিকের সঙ্গে আরোপিত শুল্ক নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের পদক্ষেপ তুলে ধরেছি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব বলেন, আমার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠকে নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। তবে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
সচিব আরও বলেন, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সংস্কার, নির্বাচন, ইউএসএআইডির সহযোগিতা পুনর্বিবেচনার কথা বলেছি। এ ছাড়া বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি নিয়েও আলোচনা উঠেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও পূর্ব এশীয়-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, সফররত মার্কিন প্রতিনিধিদলটি তিন দিনের সফর শেষে আগামী ১৮ এপ্রিল ঢাকা ছাড়বে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
টিআর/এমজেএফ