ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এএনএফআরইএল) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করতে চাই, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক।

এএনএফআরইএলের প্রতিনিধিদলে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, প্রচারাভিযান ও অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা থারিন্ডু অ্যাবেইরাথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন।

এএনএফআরইএল হলো একটি আঞ্চলিক নাগরিক সমাজভিত্তিক নেটওয়ার্ক, যা দুই দশকেরও বেশি সময় ধরে এশিয়াজুড়ে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

বৈঠকে প্রতিনিধিদলটি বাংলাদেশের চলমান বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে। বিশেষ করে তারা নাগরিক সমাজের নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো পুনর্গঠনের অঙ্গীকারের প্রতি গুরুত্বারোপ করে।

এ ছাড়া, প্রতিনিধিদল অংশীজন ম্যাপিং এবং চাহিদা নিরূপণের মাধ্যমে নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার ও নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির সম্ভাবনার বিষয়েও আলোচনা করে।

বৈঠকের শেষ পর্যায়ে এএনএফআরইএল প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বাংলাদেশে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।