ঢাকা: রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চারতলায় আইসিইউতে তিনি মারা যান।
নিহত আরিফের বাবা গিয়াস উদ্দিন সিকদার জানান, তার মুখে গুলি করা হয়েছিল। আইসিইউতে ভর্তি ছিল গত ২ দিন। সেখানে সকালে আরিফ মারা গেছেন।
তাদের বাড়ি মাদারিপুরের শিবচর উপজেলায়। স্ত্রীকে নিয়ে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন তিনি। সেখানে গ্লিলের ওয়ার্কশপ রয়েছে তার।
তার বাবা গিয়াস উদ্দিন সিকদার বলেন, আমার ছেলেরে ডেকে নিয়ে গুলি করা হয়েছে। কয়েকজনকে পুলিশ ধরেছে। জানি না কেন আমার ছেলেকে তারা মারল। আমার একটাই ছেলে। আমারতো আর কেউ রইল না।
এরআগে, শনিবার দিবাগত রাতে হাতিরঝিল মোড়ল গলিতে এ গুলির ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল মর্গে উপস্থিত আরিফের পরিচিতরা জানান, ৩৬ নম্বর ওযার্ডে যবুদলের সক্রিয় সদস্য ছিলেন আরিফ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন রিমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
আরও পড়ুন: হাতিরঝিলে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার, অবস্থা সংকটময়
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এজেডএস/জেএইচ