ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকারী নান্টু রুবেল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, এপ্রিল ২৯, ২০২৫
চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকারী নান্টু রুবেল গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুরে চাপাতি ঠেকিয়ে সংঘটিত চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদ রুবেল ওরফে নান্টু রুবেল (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগ।

ডিবি সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল ভোর ৪টা ২৪ মিনিটে ভুক্তভোগী অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনকে নিয়ে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসার দিকে যাচ্ছিলেন। তাদের রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাদের রিকশা থামায়। ছিনতাইকারীরা চাপাতি হাতে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল) এবং ভুক্তভোগীর চাচাতো বোনের গলা থেকে একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে গত ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা হয়।

এ বিষয়ে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সেনাহার আলী বাংলানিউজকে বলেন, মামলা হওয়ার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। সোমবার বিকেলে শাহাবাগ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রুবেল ওরফে নান্টু রুবেলকে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও বলেন, গ্রেপ্তার রুবেল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আসামি রুবেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছিনতাইয়ে জড়িত অপর একজনকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।