ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, মে ৫, ২০২৫
ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (৫ মে) বিকেলে সচিবালয়ে বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সম্প্রতি গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা যেন না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল রাতে এ ঘটনায় ৫৪ জনকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনা যারা ঘটানোর চেষ্টা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিল তাদের ওপর কিছুদিন পর পর হামলা হচ্ছে, এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটার সংখ্যা কমে আসছে। আস্তে আস্তে এটা কমে যাবে। যারা এ রকম দুই একটা ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা ঘটনা ঘটার আগেই যাতে ধরতে পারি- সেই ব্যবস্থা করবো।

প্রসঙ্গত, রোববার (৪ মে) গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।