ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, মে ৬, ২০২৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা

গাজীপুর মহানগরের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৬ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, মালেকের বাড়ি এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা ও পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।  

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার জেরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।  

আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।