ঢাকা: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বলেছেন, বিশ্বায়নের এই যুগে প্রযুক্তি ও প্রকৌশল জ্ঞানের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা টেকসই ও মানবিক বাংলাদেশ গঠনের যে চিন্তা করছি সেখানে প্রকৌশলীদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে।
বুধবার (৭ মে) রাতে চট্টগ্রাম আইইবি মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রকৌশলী মানজেরি খুরশেদ আলমের সভাপতিত্বে সভায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, ইঞ্জিনিয়ার নুরুল করিম, প্রফেসর মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম সাংবাদিক শাহ নওয়াজ প্রমুখ।
কাদের গণি চৌধুরী বলেন, আধুনিক সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। সমাজের এমন কোনো ক্ষেত্র পাওয়া যাবে না, যেখানে প্রযুক্তির ছোঁয়া নেই। প্রতিনিয়ত প্রযুক্তির নতুন নতুন ধারা যুক্ত হচ্ছে। এগুলোর আসল উদ্দেশ্য সমস্যার সমাধান করা।
প্রকৌশলীদের ঐতিহ্য ও মর্যাদার কথা তুলে ধরে পেশাজীবীদের এ নেতা বলেন, নাথান ডব্লিউ ডগহারথি প্রকৌশলবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, এটি বিজ্ঞান না, অঙ্ক না, সমাজবিজ্ঞান বা অন্য কোনো বইও না। কিন্তু প্রকৌশলীরা যেকোনো সমস্যা তাদের সব জ্ঞান এক করেই করেন।
আইজ্যাক আসিমভ এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই মনিষী বলেন, বিজ্ঞান অনেক মজার এবং আনন্দদায়ক, কিন্তু পৃথিবী বদল করেন বিজ্ঞানীরা নন, প্রকৌশলীরা, ওই বিজ্ঞানের সাহায্যেই। বলা হয়ে থাকে, একজন ডাক্তারের ভুলে একসঙ্গে অনেক মানুষ মারা যেতে পারে কিন্তু একজন প্রকৌশলীর ভুলে সভ্যতা বিনষ্ট হতে পারে। বিশ্বাস হয় না? আমাদের কাছের হরপ্পা মহেঞ্জোদারো কিন্তু জলজ্যান্ত উদাহরণ।
আরআইএস