ঢাকা: প্রশিক্ষণে অংশ নিতে সাত দিনের সফরে জাপান গেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
শনিবার (২৪ মে) দুপুর পৌনে ২টায় ঢাকা থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
২৫ মে থেকে ৫ জুন পর্যন্ত দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণটিতে রাজউক চেয়ারম্যান ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত অংশ নেবেন।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার অর্থায়নে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) প্রজেক্টের আওতায় ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ওই প্রজেক্টের উপযোগিতা যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণে বাংলাদেশ থেকে ১৭ জনের একটি দল অংশ নিচ্ছে। টিওডি প্রজেক্টের আওতায় প্রজেক্ট সংশ্লিষ্টদের কারিগরি জ্ঞান অর্জনের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করছে জাইকা।
প্রশিক্ষণে একাডেমিক বিষয় ছাড়াও বিভিন্ন এলাকা ঘুরে প্রাসঙ্গিক ধারণা দেওয়া হবে। রাজউকের সাত সদস্যের দল ছাড়াও ওই প্রশিক্ষণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিআরটিসি, মেট্রোরেল প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।
রাজউকের সাত সদস্যের দলে আরও আছেন প্রতিষ্ঠানটির সদস্য (প্রশাসন) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, ওই প্রকল্পের পরিচালক মাহফুজা আকতার ও উপনগর পরিকল্পনাবিদ জনাব শাহনেওয়াজ হক।
প্রশিক্ষণ শেষে রাজউক চেয়ারম্যান আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন।
পিএ/এইচএ/