ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

বিপুল অর্থের হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, মে ২৬, ২০২৫
বিপুল অর্থের হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ লাখ টাকার বেশি মূল্যের ২০৫ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খোরশেদ (৪৭)।

সোমবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার মিরপুর রোডের অনুরাগ হোটেলের উত্তর পাশে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সেখানে কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় খোরশেদের কাছ থেকে ১৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এসব হেরোইনের ওজন ২০৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকার বেশি।

অভিযানের সময় খোরশেদের সঙ্গে থাকা মো. আদিল ও ফাইজারসহ আরও কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ স্বীকার করেছেন, তিনি ও পলাতক ব্যক্তিরা হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। খোরশেদ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।