ঢাকা: দেশ ও দেশের সীমান্তবর্তী ভারতের অঙ্গরাজ্যগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বাড়ছে বন্যাপ্রবণ নদ-নদীর পানি। তবে এখনো বিপৎসীমার ওপরে ওঠার কোনো আশংকা নেই।
সোমবার (২৬ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এমন তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানির সমতল বর্তমানে কমলেও সপ্তাহের শেষ নাগাদ বাড়বে। তবে বিপৎসীমার ওপরে ওঠার সম্ভাবনা নেই। এদিকে গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, আগামী পাঁচ দিন পর্যন্ত যা অব্যাহত থাকতে পারে।
পানি বাড়ছে ঢাকা জেলার আশপাশের নদ-নদীতেও। ময়মনসিংহ-শেরপুরের ভুগাই নদীর পানির সমতলও বাড়ছে।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যানুযায়ী, আগামী ২৮ মে থেকে পরবর্তী তিনদিন দেশের বিভিন্ন স্থানে অতিভারী বৃষ্টি হতে পারে। সে সময় অন্যান্য নদ-নদীর পানির সমতল আরও বাড়তে পারে।
ইইউডি/আরএইচ