ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় পুলিশের বাড়তি নিরাপত্তার পাশাপাশি বিশেষায়িত বাহিনী সোয়াতের একটি টিম নিরাপত্তার জন্য এখানে টহল দিতে দেখা যায়।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সচিবালয়ের পুলিশের নিরাপত্তার পাশাপাশি সোয়াতের একটি টিম সেখানে চক্কর দিচ্ছে এটা আতঙ্কের কিছু না।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে।
এজেডএস/এসআইএস