ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জাতীয়

কমলাপুরে আবাসিক হোটেলে মিলল নারীর মরদেহ, পুলিশের দাবি হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, মে ২৮, ২০২৫
কমলাপুরে আবাসিক হোটেলে মিলল নারীর মরদেহ, পুলিশের দাবি হত্যা

ঢাকা: রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সুমি রানী রায় ( ৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ দাবি করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে কমলাপুর আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয়তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষের সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয়তলার একটি কক্ষের বিছানা থেকে ওই নারীর মরদেহ পায়।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ওসি আরও জানান, গতকাল স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ওই কক্ষে ভাড়া নেয়। ওই নারীর বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশ বাড়ি গ্রামে। স্বামীর নাম মানিক চন্দ্র রায়। ওই নারীর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।