ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গেন্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, জুলাই ২৭, ২০২৫
গেন্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় পূর্ব শত্রুতা ধরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে সিএনজি গ্যারেজের এক কর্মচারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  

রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ রেললাইন কলস ওয়ালা বাড়ির নিচে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালে নিহত বাবুর স্ত্রী আয়েশা আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। বাবুর বাবার নাম মৃত সিকান্দার আলী। বর্তমানে মিরহাজিরবাগ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থাকেন। বাবু স্থানীয় সিএনজি গ্যারেজে কাজ করতেন।  

তিনি আরও জানান, ভোরে জানতে পারেন দয়াগঞ্জ এলাকায় স্থানীয় রবিন শাহীন, মাসুদ, কাদেরসহ ৪ থেকে ৫ জন চাপাতি দিয়ে তাকে কুপিয়ে ফেলে রাখে। এ সময় তারা তার সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় ক্লিনিক ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গেন্ডারিয়া এলাকা থেকে স্বজনরা ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের মাথায় ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।